[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৩:৪০

ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেলস্টেশন, বাস টার্মিনাল আর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ফিরে আসা মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে সবাই খুশি। অনেকে আবার ঈদের পর যাচ্ছেন গ্রামের বাড়ি।

খুলেছে সরকারি-বেসরকারি অফিস, আদালত। তাই ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চে করে ফিরছেন সবাই।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, বুধবার (১৯ জুন) ভোর থেকেই ফিরে আসা মানুষের ভিড়। বিভিন্ন গন্তব্য থেকে একের পর এক ট্রেন পৌঁছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের উচ্ছাস সবার চোখেমুখে।

সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু কর্মস্থল খুলে যাওয়ায় দ্রুত ফিরতে হয়েছে নগরীতে। যারা ঈদের ছুটিতে যেতে পারেননি, তাদের অনেকেই এখন বাড়ি যাচ্ছেন।

রাজধানীর বাস টার্মিনালগুলো আর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরে আসা মানুষের ভিড় দেখা যায়। বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোর থেকেই ভেড়ে সদরঘাটে।

সড়ক পথে ভোগান্তি এড়াতে অনেকেই লঞ্চযাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বজনদের সঙ্গে ঈদ করে নিরাপদে ঢাকা পৌঁছে সন্তোষ প্রকাশ করেন লঞ্চ যাত্রীরা।

তবে স্কুল-কলেজ ছুটি থাকায় বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ আরো কয়েকদিন পর ফিরবেন। তাই ফিরে আসা মানুষের চাপ শুক্র-শনিবার নাগাদ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর