প্রকাশিত:
১৪ জুন ২০২৪, ১৯:৩৮
যেকোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, বর্তমান সরকার গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। এই বৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় লুণ্ঠনকারী সরকার আগে কখনও ক্ষমতায় আসেনি। তারা পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে।
শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। বেগম জিয়া এবং সব রাজবন্দিকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটনো হবে। সময় থাকতে সব রাজবন্দিদের মুক্তি দিন এবং সংকট উত্তরণের জন্য পদত্যাগ করুন।
তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা। বাংলাদেশের মানুষও যার ওপর নির্ভর করে। তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: