[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ঢামেকের পাশে আবর্জনার স্তুপে মিলল নবজাতকের মরদেহ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৪, ১৮:৩০

ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পাশে আবর্জনার স্তুপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের বিপরীত পাশের ফুটপাতে মরদেহটি উদ্ধার হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় হেল্পলাইন নম্বর ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেইটের বিপরীত পাশে ফুটপাতে ময়লা-আবর্জনার ওপর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। তার ভেতর নবজাতকটির মরদেহ পাওয়া যায়।

এ পুলিশ কর্মকর্তা জানান, কুকুর নবজাতকের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। তা দেখে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। মরদেহটি জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা ওই স্থানে এটি ফেলে গেছে, তা জানা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর