[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

এবার সারাদেশের ভিক্ষুকদের প্রশিক্ষণ দেবে সরকার

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ০০:২৩

ছবি : সংগৃহীত

সারাদেশের ভিক্ষুকদের ডাটাবেজ তৈরি করে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবে সরকার। এছাড়াও কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের ভিক্ষাবৃত্তি নিরসন করবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (৯ জুন) দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০২৩-২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনায় আরও বেশ কয়েকজন সংসদ সদস্য অংশ নেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, সারা দেশের ভিক্ষুকদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর