[email protected] বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ১৬:৪৬

সংগৃহীত ছবি

আলহাজ সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) পর্ষদের ৩৯০তম সভায় তিনি নির্বাচিত হন।

আলহাজ সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি., কেডিএস এক্সেসরিজ লি., কেডিএস এ্যাপারেলস লি., কেডিএস লজিস্টিকস লি., কেডিএস আইডিআর লি., কেওয়াইসিআর কয়েলইন্ডাস্ট্রিজ লি., স্টিল এক্সেসরিজ লি. এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লি.। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর