প্রকাশিত:
২ জুন ২০২৪, ০০:৫৬
শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের স্মার্ট টার্গেট দিয়েছে ভারত। প্রথম পাঁচ ওভারে না পারলেও পরে হাত খুলে খেলতে থাকে রোহিত শর্মা ও ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে।
এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। অন্যদিকে, ভারতের হয়ে খেলেননি শেষ সময়ে দলে যুক্ত হওয়া বিরাট কোহলি।
শনিবার (১ জুন) ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ভারত। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার সাঞ্জা স্যামসন। এরপর রোহিত শর্মার সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন ঋষভ পন্থ।
ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে চারটি চার আর চারিট ছক্কায় ৫৩ রান করে সেচ্ছায় সাজঘরে ফিরে যান ভারতীয় তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
এরপর ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন সুর্য কুমার যাদব। ২৩ বলে দুটি চার আর চারটি ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
মন্তব্য করুন: