প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৬:৩৯
অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমিতে আজ ২৭ মার্চ সোমবার আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তাঁর কবিতায় তিনি যদি দ্রোহের কথা, তেজের কথা বলেছিলেন সেই চেতনা নিয়েই আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। তিনি বলেন, নজরুলের লেখা গান, কবিতা বেশি বেশি অনুবাদ হওয়া উচিত। তাহলেই নজরুলের চেতনা বাংলা ও বাঙালির পাশাপাশি সারাবিশ্বের পাঠকদের কাছে পৌঁছাতে পারবে।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুশিল্পীরা। পরে শিশুদের সঙ্গে নিয়ে গান পরিবেশন করেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: