[email protected] রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

মর্নিং টাইমস

প্রকাশিত:
২২ মে ২০২৪, ২২:৩৯

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথা নেই। যারা দিনের পর দিন গাজায় গণহত্যায় সমর্থন দিয়ে যায়, যাদের দেশেই মানবাধিকার পদদলিত হয়, তাদের নিষেধাজ্ঞায় সরকারের মাথাব্যথা নেই। বুধবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল বলে ইতিহাস আছে। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে, সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কীভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা কি গণহত্যা নয়? সেখানে সিজফায়ারের জন্য জাতিসংঘে অ্যাবস্টেইন করেছে যুক্তরাষ্ট্র, বাকিরা সিজফায়ারের পক্ষে ভোট দেয়ার পরও ইসরায়েল তোয়াক্কা করেনি।

তিনি বলেন, জাতিসংঘের সে রেজুলিউশন তারা (ইসরায়েল) অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। যুক্তরাষ্ট্রের ছাত্র-ছাত্রীরা এমনকি শিক্ষকরাও যুদ্ধ বন্ধে আন্দোলন করেছে। তারপরও কী নির্বিচারে সেখানে (যুক্তরাষ্ট্র) মানবাধিকার পদদলিত হয়েছে। রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। এমনকি কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রেই মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। গাজার গণহত্যাকে যারা স্বীকার করে না, যারা সেখানে গণহত্যার সহযোগী- এসব যদি গণতন্ত্রের অংশ হয়, তাহলে তাদের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর