[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত’

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৯:৩২

ছবি: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভারত পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ অগ্রগতি ও উন্নয়নের পথে রয়েছে। এ যাত্রায় বাংলাদেশের জনগণের পাশে আছে ভারত।

শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রের সুফিয়া কামাল মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

বাংলাদেশের জাতি গঠন ও স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ দুই দেশ তাদের জনগণের জন্য উজ্জ্বল ও আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি’র (বিআইএফএস) মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের ভূমিকার কথাও উল্লেখ করেন হাইকমিশনার।

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির পক্ষ থেকে হাইকমিশনার প্রণয় ভার্মাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তথ্যসূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর