[email protected] রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লঘুচাপে ঝরছে বৃষ্টি, কমবে তাপমাত্রা

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১১:৩৯

ছবি : সংগৃহীত

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। লঘুচাপটির বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে ঢাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের বাকি অঞ্চলের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১১ মে) সকাল পৌনে নয়টায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তবে এক ঘণ্টার মধ্যে এসব বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এসময় জুড়ে ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে বাতাস বইছে উল্লেখ করে তিনি আরও বলেন, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বাতাসের বেগ বেড়ে যেতে পারে এমনটি আগেই পূর্বাভাসে বলা হয়েছিল।

তবে সকাল থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি এখনো রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর