প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ১৭:১১
বিএনপির ধানের শীষ এখন বিষে পরিণত হয়েছে বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল এ দেশ আবার পাকিস্তান হবে। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে শেখ হাসিনা। বিএনপির ধানের শীষ এখন বিষে পরিণত হয়েছে মানুষের কাছে। এখন দেশের উন্নয়ন তাদের ভাল লাগে না, তাই বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে দেশকে হাওয়া ভবন বানানোর জন্য। বিদেশিদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে বিএনপি-জামায়াত।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারার কালাবিবি দীঘি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, প্রধান সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে তারা বিশ্বের মানুষের কাছে আত্মঘাতী চরিত্রই প্রকাশ করে এ দেশকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে পরিচিত করেছে। বিভিন্ন দেশে রাষ্ট্র নায়কদের হত্যা করার নজির আছে, কিন্তু এক সঙ্গে পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের কোনো নজির বিশ্বের কোথাও নেই। এ কলঙ্ক নিয়ে বিশ্বের দরবারের আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিচিত ছিলাম। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মধ্যদিয়ে আমরা সে কলঙ্কমুক্ত হয়েছি।
তিনি বলেন, রাজনীতির নামে যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের প্রতিহত করতে হবে। লন্ডনে বসে পল্টনে সরকার গঠনের ভাষণ দেয়, এদেশর মানুষ হাওয়া ভবনের কথা ভুলেনি। উন্নয়নের জন্যই নৌকায় ভোট দেবে মানুষ। আনোয়ারায় আগামী এক‘শ বছরের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অক্টোবরে বঙ্গবন্ধু টানেল চালু হবে, এর পর ইকুনোমিক জোনের কাজ শুরু হবে, আনোয়ারা হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কোন বেকার থাকবে না। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা দেশের উন্নয়ন নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু করেছি, ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিয়েছি,এবার চালু হয়েছে সার্বজনিন পেনশন। শেখ হাসিনার প্রতি আবারও আস্থা ও বিশ্বাস রাখুন, আমার প্রতি ভরসা রাখুন। আনোয়ারা-কর্ণফুলীতে কোন মানুষ বেকার থাকবে না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: