প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৮:০১
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গণমাধ্যমকে দ্রুত বাংলাদেশ ব্যাংকের তথ্য দিতে হবে, না হলে গুজব তৈরি হবে।
বুধবার (৮ মে) সকালে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের জন্য কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট। কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, তথ্য দেয়া এবং নেয়ার ক্ষেত্রে দু'পক্ষের আরো পেশাদার হতে হবে।
তথ্য অধিকার আইনে যিনি তথ্য চাইবেন, তাকেও আইনের মধ্যে থেকে তথ্য দাবি করতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, অপসাংবাদিকতা বন্ধে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সাইবার সিকিউরিটি আইন পেশাদার সাংবাদিকতাকে সুরক্ষা দেবে বলেও মনে করেন তিনি।
মন্তব্য করুন: