infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন: সিইসি

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৪:৪৫

ছবি : সংগৃহীত

উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৭ মে) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয়। জানান, নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলার মধ্যে ১৪০ উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। পাঁচ উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

তিনি জানান, প্রতি কেন্দ্রে ১৭ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে ১৯ জন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের চেষ্টা করবে কমিশন। গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ ও স্থানীয় নিবাচনে পার্থক্য রয়েছে। এই নির্বাচনে উত্তেজনা বেশি থাকে। তাই সহিংসতা যেন না হয় সে ব্যাপারেও কমিশন সতর্ক থাকবে বলে জানান সিইসি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর