infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছে: রিজভী

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৭:১০

ছবি সংগৃহীত

পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, যুবলীগ, ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনা সরকার। পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে বলে হুঁশিয়ার করেন বিএনপির এই শীর্ষ নেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর