[email protected] সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ঈদগাহে প্রবেশে কড়া নিরাপত্তা

এবি

প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৪, ১০:২৬

ছবি: সংগৃহীত

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে। ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন।

 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে থাকা তিনটি পৃথক চেক পোস্টের মধ্যদিয়ে মুসল্লিদের যেতে হচ্ছে। তিন জায়গায় তল্লাশির পরই মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে।

 

জাতীয় ঈদগাহের জামাতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করবেন। আগেই ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর