প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১২:৩৫
শারীরিকভাবে চলতে অক্ষম এবং মানসিকভাবে অসুস্থ প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে প্রতিদিন সেহরি বিতরণ করছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।
এছাড়াও পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝেও নিয়মিত খাবার বিতরণ করে আসছেন তিনি। জানা যায়, প্রথম রোজা থেকে রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ, খামারবাড়ি, কলাবাগানসহ বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করছেন জ্যোতি।
এ বিষয়ে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন। আমার আশেপাশের কোনো মানুষ বিশেষ করে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত যাতে সেহরি না খেয়ে থাকে, তার জন্যই এই ক্ষুদ্র চেষ্টা। রমজানমাসে প্রতিদিন সেহরিতে অসুস্থ মানুষগুলোর জন্য সেহরি নিয়ে আমি ছিলাম এবং পাশে থাকব। সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই আমাদের দেশটাকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।
হাজারো মানুষদের জন্য খাবার, নগদ অর্থ, জামা-কাপড় দিয়ে সহায়তা করায় প্রশংসায় ভাসছেন শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি। স্থানীয়রা বলছেন, অসহায় গরিব মানুষের জন্য অনবরত করে যাচ্ছেন জ্যেতি। বহু অসহায় পরিবারের উপযুক্ত মেয়েদের বিয়ের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।
মন্তব্য করুন: