[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১

ইউসিবির ডেবিট কার্ডের লেনদেন ১৩ ঘণ্টা বন্ধ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৩, ০২:৩৯

ফাইল ছবি

কারিগরী কারণে দুই দিন মোট ১৩ ঘণ্টা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইউনেট ও ডেবিট কার্ডের লেনদেন বন্ধ থাক‌বে। ১৮ ও ১৯ আগস্ট দু’দফায় ১৩ ঘণ্টা ব্যাংকের সিস্টেম উন্নয়নের কাজ করবে। এ সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না।

বুধবার ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিষয়টি গ্রাহকদের জানিয়ে ক্ষুদে বার্তাও দিয়েছে ইউসিবি । এতে বলা হয়েছে, কারিগরী কারণে ১৮ আগস্ট ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং একই দিন রাত সাড়ে ১১টা থেকে ১৯ আগস্ট ভোর সাড়ে ৫টা পর্যন্ত ইউসিবি ইউনেট ও ডেবিট কার্ডের সেবা স্থগিত থাকবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর