infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

স্বাধীন নয়, বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র মনে হয়: মির্জা ফখরুল

মর্নিং টাইমস

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৪, ২২:৩৩

ছবি : সংগৃহীত

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র নয়, ফ্যাসিবাদী রাষ্ট্র মনে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সমস্ত জাতি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে, তখন তাদের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায় না।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

২৮ অক্টোবরের পর বিএনপির আন্দোলন নস্যাৎ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সফলতার দিকে এগিয়ে যেতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ডান-বাম সকলে মিলে দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে সরকারের পতন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর