[email protected] রবিবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫, ১১ই ফাল্গুন ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা

এবি

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৭:০০

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তিনি এ শ্রদ্ধা জানান।

 

এর আগে রাজপথের মতো সংসদেও ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা এ আইনজীবী । বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথগ্র হণের পর তিনি এসব কথা বলেন।

 

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।

 

এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা নয়। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটা পাড়ি দিতে পারবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর