[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন সিইসি

এবি

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৫:২০

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের তথ্য নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনীতিক মিশন এবং জাতিসংঘের সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ব্রিফ করবেন তিনি।

 

এতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুয়েন গুইস, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশ ডেলিগেশন প্রধানসহ প্রায় ৬০টির বেশি মিশন, আন্তর্জাতিক সংস্থার ঢাকা প্রধান এবং ডেপুটি প্রধান উপস্থিত থাকবেন।

 

উল্লেখ্য, তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন। আগামীকাল ৫ জানুয়ারি নির্বাচন প্রচারের শেষ তারিখ। এর আগে যুক্তরাষ্ট্র ও ইইউর প্রাকনির্বাচনী মিশনের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছে। এবারের এই নির্বাচনে ইতিমধ্যে উগান্ডা, রাশিয়া, চীন ও ভারতের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে আসছেন বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর