[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচনের পর নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত সরকার: পররাষ্ট্র সচিব

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৮ ডিসেম্বার ২০২৩, ২৩:৩৮

ছবি সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক। তবে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে আলোচনাকালে এমন মন্তব্য করেন তিনি।

 

পররাষ্ট্র সচিব বলেন, মার্কিন ভিসানীতিকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছি না আমরা। গেল কয়েক বছরের উন্নয়নের ধারাবাহিকতায় বহুদূর এগিয়েছে বাংলাদেশ। দাতাগ্রহীতা দেশের তালিকা থেকে বেরিয়ে অংশীদারত্বের পথে হাঁটছে অনেকের সঙ্গে।

 

মাসুদ বিন মোমেন বলেন, আপাতত বাংলাদেশের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। কোন দেশ কী ভাবলো, কী করলো তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এছাড়াও আগামীতে বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র সচিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর