[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

রাজধানীতে গ্রেপ্তার ৫৩

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৯ ডিসেম্বার ২০২৩, ১৪:০৬

ছবি : সংগৃহীত

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

সোমবার (১৮ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ছয় হাজার ৯০২টি ইয়াবা ট্যাবলেট, ১৯ গ্রাম হেরোইন, চার কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর