[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মর্নিং টাইমস

প্রকাশিত:
১০ ডিসেম্বার ২০২৩, ১১:৫১

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝনদীতে তিনটি ফেরি আটকা পড়ে। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।

 

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

 

তিনি আরও বলেন, ‘রাতে কুয়াশায় সামনে কিছু দেখা যায়নি বলে মাঝনদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে তা ছেড়ে আসবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর