infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

রাজধানীতে পাম্পে বিস্ফোরণে ১ জনের মৃত্যু

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৩, ২৩:৪২

ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম প্রকৌশলী আবুল খায়ের।

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া দগ্ধ আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. তরিকুল ইসলাস বলেন, একজন মারা গেছেন। শ্বাসনালি পুড়ে যাওয়ায় অপর চারজনের অবস্থাও সংকটাপন্ন। ইতিমধ্যে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার রাতে ওই পেট্রোল পাম্পে বিকট শব্দে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় পাম্পে আগুন ধরে গেলে ফিলিং স্টেশনের ৮ কর্মী আহত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর