[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ইসির নিবন্ধন পেলো আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থা

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৩, ১০:২৯

ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ২৯ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

 

প্রথম ধাপে ৬৭টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। ২১১টি প্রতিষ্ঠান দেশীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পেতে আবেদন করে। যে সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে, তার মধ্যে বিতর্কিত দুটি সংস্থা ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রয়েছে। এর আগে প্রথম দফায় শর্ত পূরণ না করায় তাদের আবেদন বাতিল করেছিল ইসি। এ ছাড়া তালিকায় আরও এমন কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো নামসর্বস্ব।

 

যে নতুন ২৯টি সংস্থা নিবন্ধন পেল
ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পূওর (ডরপ), প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নীড় (স্রাবন), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি), তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা),পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থুল অফ দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ) ও বিয়ান মনি সোসাইটি। অগ্রগতি সেবা সংস্থা (আসেস), আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নীডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্ৰচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থসামাজিক কেন্দ্ৰ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর