[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে জনগণই প্রতিহত করবে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ১৮:১৮

ফাইল ছবি

দ্বাদশ নির্বাচনে ভোটকেন্দ্রে আসতে ও ভোট দিতে বাধা দিলে জনগণই তা মোকাবিলা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনির্বাচিত কেউ এসে অস্বাভাবিক করবে সেটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এই দেশে আমাদের অভিজ্ঞতায় দেখে এসেছি আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে ব্যর্থ হবে। আমরা মোটেও চিন্তিত নয়, উদ্বিগ্ন নয়। নির্বাচনকে নিয়ে সারা দেশে উৎসাহ উদ্দীপনা রয়েছে, ভোটার উপস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন নয়। ভোটদানে যারা বাধা দিবে ভোটাররাই তাদের বাধা দিবে।

তিনি বলেন, বিএনপি জানে নির্বাচন শেষ পর্যন্ত সম্পন্ন হবে। তারা বাধা দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে না। তারা যে উদ্দেশ্য নিয়ে বাধাগ্রস্ত করবে সে উদ্দেশ্য পূরণ হবে না। নির্বাচনকে নিয়ে এখনো কোথাও সংঘাত, সহিংসতার উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। যেটা হচ্ছে সেটা নাশকতা এটা বিএনপিই করে যাচ্ছে। নাশকতা পরাজিত হবে, গণতন্ত্র জয়ী হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কয়েকমাস ব্যাপী বিএনপিও সমাবেশ করেছে আমরাও করেছি। কিন্তু পাল্টাপাল্টি মারামারি কোথাও হয়নি। ১০ তারিখ মানবাধিকার দিবসে আমরা নির্বাচন কমিশনে অনুমতি চেয়েছি। আমরা মানবাধিকার দিবস পালন করবো এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এখানে পাল্টাপাল্টি হবার কিছু নেই।

বিএনপি সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচন বয়কট করেছে জানিয়ে কাদের বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচন বয়কট করেছে এটা পরিষ্কার। এখন আমরা কি করতে পারি? তারা নির্বাচনে আসতে আমরা যদি বাধা দিতাম তাহলে আপনারা প্রশ্ন ভিন্নভাবে করতে পারতেন। আমরা সংবিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করছে। আমাদের চলার পথে পৃথিবীর গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভিন্ন কিছু করছি না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। এখানে ইলেকশন কমিশন শিডিউল দিয়েছে। আমরা অংশ নিয়েছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর