[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৩, ১৩:০০

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়ায় এ ভূমিকম্প অনুভূত হয় ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ বলে ধারণা করছেন তিনি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য প্রকাশ করেছে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর