[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

পুলিশি নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বার ২০২৩, ১৩:৫৬

ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য ইমতিয়াজ হাসান বুলবুল পুলিশ হেফাজতে মারা গেছেন। তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে দাবি পরিবারের।

বৃহস্পতিবার ভোররাতে পুলিশ হেফাজতে সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বুলবুলের লাশ পোস্টমর্টেমের পর চুপিসারে রাত ৯টায় পুলিশ পাহারায় দাফন করা হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে, বুলবুলকে গত ২৪ নভেম্বর আটক করে নিয়ে যায় ওয়ারী থানা পুলিশ। এরপর তাকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারাগারে হার্টের সমস্যা দেখা দিলে কারা কর্তৃপক্ষ তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করায়। তবে পুরো বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে পুলিশ।

পরিবার সূত্র আরও জানায়, ৩০ নভেম্বর বুলবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে জানানো হয়। তার ভাগ্নে ও আরেক আত্মীয় স্থানীয় যুবলীগ ও তাঁতী লীগ কর্মীর তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর করে পুলিশ। মৃত বুলবুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে বলে দাবি পরিবারের। সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর