[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ইসি আনিছুর

‘নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা’

কক্সবাজার

প্রকাশিত:
২৮ নভেম্বার ২০২৩, ১৭:৩১

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকেই বারবার নির্বাচনে আসার আহ্বান জানানো হয়েছে। নির্বাচনে আসা কিংবা না আসার অধিকার সবার আছে। তবে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ যদি নির্বাচনে আসার ব্যাপারে বাধা দেয়—তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির কথা উল্লেখ করে ইসি আনিছুর রহমান আরও বলেন, ‌‘তারা নির্বাচনে আসবে কিনা—এটা তাদের একান্ত বিষয়। তবে তারা যদি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে, তাহলে তফসিল পুনঃবিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনও বিদ্যমান।’

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার—সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে। একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য এই বৈঠক।’

এখন পর্যন্ত কক্সবাজার ও বান্দরবানের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ মন্তব্য করে আনিছুর রহমান বলেন, ‘তবে প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সঙ্গে আলোচনা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তাছাড়া আজকে যেটা ঝুঁকিপূর্ণ, কাল সেটা নাও হতে পারে। আবার নতুন এলাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর