[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সরকার পতনের ঘোষণা ফাঁকা আওয়াজ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৮ নভেম্বার ২০২৩, ১৮:৫৮

ফাইল ছবি

বিএনপির সরকার পতনের নতুন ঘোষণাকে ফাঁকা আওয়াজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির কথিত চেয়ারম্যানের (তারেক রহমান) সরকার পতনের নতুন ঘোষণা ফাঁকা আওয়াজ। জনগণ এতে কান দেয় না। এদেশের মানুষ সন্ত্রাস চায় না। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘বিএনপির কঠোর আন্দোলন কী তা আমাদের জানা নেই। যত আন্দোলন করুক, দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।’

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির যত নেতা জেলে আছে, সবাই সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে জেলে নেওয়া হয়নি।’

বিএনপির অনেকের নির্বাচনে আসার কারণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ করে না। এ কারণে তারা বিএনপি ছেড়ে নির্বাচনে আসছে।’

নির্বাচন কারও জন্য থেমে থাকে না জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সঠিক সময়ে অবশ্যই হবে। আশা করি, বিএনপির নির্বাচনে আসার শুভবুদ্ধি উদয় হবে। কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না। নির্বাচন হয়েই যায়।’ সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর