infomorningtimes@gmail.com শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

দুই আসনে মনোনয়ন পেলেন জি এম কাদের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ২০:৩৮

সংগৃহিত ছবি

জাতীয় পার্টি থেকে দুটি আসনে মনোয়নয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁকে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি ১১ জনের নাম পরে জানানো হবে।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

বাংলা গেজেট/ এসএডি-৬


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর