[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ২০:৩০

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

মুজিবুল হক চুন্নু গত নির্বাচনের মতো এবারও কিশোরগঞ্জ -৩ আসনে নির্বাচন করবেন। সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৪, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১, কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬, অ্যাডভোকেট সালমা ইসলাম ঢাকা-১, সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ময়মনসিংহ-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের নিকট দলীয় ফরম বিতরণ করে জাতীয় পার্টি। মোট ১৭৫২ জন দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন। ২৪-২৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন ফরম বিতরণ শেষ হলেও রওশন এরশাদ, সাদ এরশাদসহ তাদের অনুসারীরা কেউই পার্টির মনোনয়ন ফরম তোলেননি। অবশ্য আগেই রওশন অনুসারীদের মনোনয়ন ফরম না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে রাখেন জিএম কাদের।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর