প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৩, ১৬:১৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না পড়লে জোট করতে যাবো কেন?
প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
জোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে গ্রহণযোগত্য আছে এমন দলকেই জোটে নেওয়া হবে। তবে জোটের বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেয়নি। কারণ একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে জোট করতে যাবো কেন?
মনোনয়নের বিষয়ে তিনি বলেন, নতুন-পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হচ্ছে। তবে নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেওয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: