[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

গ্লোবাল হেভি কেমিক্যালসের লোকসান বাড়ছেই

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৩, ২০:১৫

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির লোকসান চার গুণেরও বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে গ্লোবাল হেভি কেমিকেলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ তিন মাসে কোস্পানিটি সর্বমোট ১৪ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা লোকসান দিয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৬ পয়সা।

বড় লোকসানের কারণ হিসেবে গ্লোবাল হেভি কেমিক্যালস বলছে, পণ্য বিক্রিতে খরচ বেশি হওয়া এবং গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির আয় হ্রাস পেয়েছে। এছাড়াও শ্রম ব্যয় ও অবচয়কেও লোকসানের কারণ হিসেবে দেখিয়েছে কোম্পানিটি।

এদিকে এক বছরের ব্যবধানে গ্লোবাল হেভি কেমিক্যালসের সম্পদের মূল্যও কমেছে। সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮৬ পয়সায়। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৪৭ টাকা ৮৫ পয়সা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ২০২২ সালে কোম্পানিটির লোকসান শুরু হয়। ওই বছর কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ২৮ লাখ টাকা লোকসান দেয়। সর্বশেষ হিসাব বছরে (৩০ জুন, ২০২৩) লোকসান বেড়ে দাঁড়ায় ৪১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকায়। ফলে ২০২৩ সালে বিনিয়োগকারীদের লভ্যাংশও দেয়নি কোম্পানিটি। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও বড় লোকসানের তথ্য জানিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর