[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিলে পুরস্কার

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ০২:৩৬

ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাকে বা তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। খবর কালেরকণ্ঠ।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ সভা আয়োজিত হয়। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী সাত জনের মধ্যে সরকার দুই জনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর