[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শেয়ারবাজারে পতন অব্যাহত

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ২০:০৬

ফাইল ছবি

অব্যাহত পতনে অস্থির হয়ে উঠছে দেশের শেয়ারবাজার। টানা চতুর্থ দিনের মতো পুঁজিবাজারের সব মূল্য সূচক কমেছে। প্রায় শতাধিক কোম্পানির দরপতনের সঙ্গে লেনদেন কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তির মাত্রা আরও বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। গতকালও এ সূচকটি হারিয়েছিল ১৪ দশমিক ৪১ পয়েন্ট। আর গত চার কার্যদিবসে 'ডিএসই এক্স' ৩৬ দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে আজ ৬ হাজার ২২১ পয়েন্টে নেমে এসেছে।

প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও আজ কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' আজ ১ দশমিক ৪০ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' কমেছে ১ দশমিক ০২ পয়েন্ট।

দুই দিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ফের ৩০০ কোটির ঘরে নেমে এসেছে। মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ৩০৭ প্রতিষ্ঠানের ১১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৯৬১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবসে (সোমবার) ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে একদিনে ডিএসইতে লেনদেন কমেছে ৯৭ কোটি ৪৪ লাখ টাকা।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭২টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। শতাংশ হিসেবে ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম আজ অপরিবর্তিত ছিল। অপরদিকে দর কমেছে ৯৭ প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে মাত্র ৩৮ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলাবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে কোম্পানিটির ৪৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের দুই কোটি ৬ লাখ ৩৫ হাজার ৪৩১টি শেয়ার হাতবদল হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে যেসব শেয়ারের দাম বেড়েছে তার মধ্যে শীর্ষস্থান দখলে নিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো শমরিতা হসপিটালের শেয়ারদর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫৩ শতাংশ।

ডিএসইর পথে হেঁটেছে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার এক্সচেঞ্জটির সার্বিক সূচক 'সিএএসপিআই' ১০ দশমিক ০১ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩১ প্রতিষ্ঠানের ৫ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৪২৯ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এক্সচেঞ্জটিতে আজ লেনদেনে অংশ নেওয়া ৬১ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ৬১টির, বিপরীতে মাত্র ২৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর