[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১

পরিশোধিত মূলধন বাড়াচ্ছে এমারেল্ড অয়েল

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৩, ১৯:৫০

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির আবেদনে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মিনোরি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের বর্তমানে পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকা। কোম্পানিটি এ মূলধন ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকায় উন্নীত করতে চায়।

জানা গেছে, এমারেল্ড অয়েলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের অনুকূলে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে আরও ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজারটি নতুন শেয়ার ইস্যু করা হবে। ইস্যু মূল্য অনুযায়ী যার দর হবে ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা।

এর আগে, গত বছরের নভেম্বরে পরিশোধিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ। গত ২৭ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হয়। পরবর্তীতে বিএসইসির কাছে পরিশোধিত মূলধন বৃদ্ধির আবেদন করলে বুধবার (১৫ নভেম্বর) সংস্থাটি থেকে অনুমোদন দেয়া হয়।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর