[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শেয়ারবাজার

লেনদেন ফের ৩০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৩, ১৮:৩৬

ফাইল ছবি

মূল্য সূচকের পতনে সপ্তাহের শেষ কর্মদিবস পার করেছে দেশের পুঁজিবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই আজ কমেছে। একসঙ্গেই লেনদেন কমে আবারও ৩০০ কোটির ঘরে নেমে এসেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৪টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে ৬৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ২৮৪ কোটি টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১ দশমিক ০৩ পয়েন্ট হারিয়েছে। এতে সূচকটি নেমে এসেছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে আজ শেয়ারবাজারের অপর সূচকগুলোও কমেছে। ডিএসইর শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমেছে। আরেক সূচক 'ডিএস ৩০' হারিয়েছে ১ দশমিক ৮০ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ২৯৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টিরই শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়ে ৬৯টির। বিপরীতে ৬২ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। একদিনে কোম্পানিটির ১৭ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ৫২ লাখ ৪৬ হাজার ৪০৩টি শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো আরামিট লিমিটেডের শেয়ারের দাম কমেছে ১৬ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৮২ শতাংশ।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' বৃহস্পতিবার ৫ দশমিক ০৫ পয়েন্ট কমেছে। এক্সচেঞ্জটিতে দিনভর ১৩২ কোম্পানির ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৪৩ কোম্পানির শেয়ার এদিন বেড়েছে, কমেছে ৩৭টির। বাকি ৫৭ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর