[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

স্যাংশন জুজুর ভয় দেখিয়ে লাভ নেই

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২১:০৮

ফাইল ছবি

স্যাংশন জুজুর ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সংসদ নির্বাচনে ভোট দিতে জনগণ উদগ্রীব হয়ে আছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ’তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশিরা কে কী দাবি করলো তা ‘ইরিলেভেন্ট’। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেওয়া হবে।

মন্ত্রী বলেন, গাজার মানবাধিকার নিয়ে বিএনপি কথা না বলে ঘুমাচ্ছে। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর