[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

যারা মানুষ পোড়ায় তাদের সঙ্গে সংলাপ নয়

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২১:০৬

ফাইল ছবি

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল। আর কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সরকার সংলাপ বা আলোচনায় বসবে না।

সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বুধবার (১৫ নভেম্বরর) কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে এসব কথা বলেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, নাশকতা করে মানুষ পুড়িয়ে বিএনপি রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তারা মানুষ পুড়িয়ে হত্যার মিশনে নেমেছে। রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বিএনপি নাশকতা করতে পারে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য করতে পারে। যুদ্ধের সময় যেমন দুষ্কৃতকারীদের প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়, বিএনপিও দুষ্কৃত দলে পরিণত হয়েছে, ঠিক তেমনি তাদের বিরুদ্ধে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর