প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ২০:৩৮
টানা দুই দিন পতনের পর তৃতীয় দিন দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধাঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান এবং শরীয়াহ সূচক বাড়লেও অপরটি কমেছে৷ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১ দশমিক ৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচকে যোগ হয়েছে দশমিক ১৯ পয়েন্ট। তবে আরেক সূচক 'ডিএস ৩০' এখন পর্যন্ত ১ দশমিক ৯২ পয়েন্ট হারিয়েছে।
আজ ডিএসইতে লেনদেন শুরুর প্রথম আধাঘণ্টায় ১৯৮ প্রতিষ্ঠানের ১ কোটি ৪১ লাখ ১৩ হাজার ২৩২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৪৮ কোটি ৪৭ লাখ টাকা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের। আধাঘণ্টায় কোম্পানিটির ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৮১ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। কমেছে ৪৩টির। বাকি ৭৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখনো অপরিবর্তিত।
প্রসঙ্গত, পতন দিয়েই চলতি সপ্তাহ শুরু করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের প্রথম কার্যদিবসে (রোববার) এক্সচেঞ্জটির প্রধান সূচক ১৪ দশমিক ১১ পয়েন্ট হারায়। গতকালও (সোমবার) সূচকটি ১১ দশমিক ৯২ পয়েন্ট কমেছে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: