[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৩, ২০:৫৪

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে ফু-ওয়াং ফুডস লিমিটেডে ৪ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৫২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেন্ড অয়েলের ৮১ লাখ ৮৩ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১০৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের ১ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৭১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা, অ্যাপেক্স ফুটওয়্যারের ৬১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৬১ কোটি ৬৫ লাখ টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৬০ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার এবং সমরিতা হাসপাতালের ৫৫ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর