[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে কানাডার ৮ এমপির চিঠি

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৩, ২১:০৫

ফাইল ছবি

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ প্রক্রিয়া নিশ্চিত হোক—এমনটা প্রত্যাশা করেন কানাডার হাউস অব কমন্সের আট সদস্য। গত ৮ নভেম্বর এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন তারা। কানাডার এই আট রাজনীতিবিদ কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য।

তারা হচ্ছেন- ব্র্যাড রেডেকপ, সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, লুক দেসিলেতস, কেন হার্ডি, ল্যারি ব্রোক, রবার্ট কিচেন ও কেভিন ওয়েগ।

শুক্রবার (১০ নভেম্বর) কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্রেড রেডেকপ তার এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এ তথ্য দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিতে তারা লেখেন, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশে ২০২৪ জানুয়ারির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় তা নিয়ে গভীর প্রত্যাশা থেকে আপনাকে লিখছি। এই নির্বাচন বাংলাদেশের কোটি কোটি ভোটারকে দেশ পরিচালনার জন্য পছন্দের রাজনৈতিক দল বেছে নেওয়ার সুযোগ করে দেবে বলেই মনে করি। এ লক্ষ্য পূরণে আমরা কয়েকটি প্রত্যাশার বিষয় তুলে ধরছি-

আমরা আশা করি, সরকার মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানাবে, আমাদের প্রত্যাশা ভোটারদের ভয়-ভীতি দেখানো, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করে দেওয়ার মতো ভোটে অনিয়ম রোধের বিষয়টি নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে যথাসাধ্যভাবে সরকার কাজ করে যাবে। আমরা আশা করব সহিংসতা রোধ এবং যেকোনো রাজনৈতিক মতাদর্শের বাংলাদেশের সকল জনগণকে সুরক্ষায় সরকার সব ব্যবস্থায় নেবে এবং আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সকল বৈধ ভোটারের সক্রিয় অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

চিঠিতে আরও বলা হয়, কানাডা এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। আমরা চাই, ভবিষ্যতে এ সম্পর্ক আরও বিকশিত হোক। দুই দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তখনই সম্পর্কের এ বিকাশ সম্ভব।

চিঠির শেষে কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ৮ সদস্য লিখেছেন, স্বচ্ছতার সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করে আপনার গণতান্ত্রিক ঐতিহ্য বিকাশের ধারা অব্যাহত রাখতে আপনার প্রতি আহ্বান জানাই।

বাংলা গেজেট/এসএডি-১ 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর