[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৩, ১২:৪৮

ফাইল ছবি

দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। সকাল ১০টা ২৪মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৮৮, অবস্থান তৃতীয়তে। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ৩০৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। খবর সমকাল।

একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৯৮। ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে দক্ষিণ ইন্দোনেশিয়ার জাকার্তা। পঞ্চমে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, স্কোর ১৫৩। 

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর