infomorningtimes@gmail.com বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৫ই মাঘ ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন মিথিলা ফারজানা

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৩, ১১:৪৯

মিথিলা ফারজানা। ছবি: সংগৃহিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন একাত্তর টেলিভিশনের সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলা। জনকূটনীতি অনুবিভাগের পরিচালক হিসেবে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। খবর কালেরকণ্ঠ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সিলর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

পদটি হবে গ্রেড-৫ বা উপসচিব পদমর্যাদার।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর