[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৯৪

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৩, ১৮:৪৯

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭৯৪ জন।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নয় জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকাতে ৪১৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৩৭৭ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৫৭৬ জন।

এনিয়ে চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত মোট ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১ লক্ষ এক হাজার ৫৬৭ জন ও ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ১৩১ জন।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর