infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

ইউনিয়ন ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ২০:০৪

ফাইল ছবি

শরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল ও লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মো. আরফান আলী, প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ভিওসিডি এর প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার এবং বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ইনচার্জবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর