[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

একইদিনে বাড়ল শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারদর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ১৯:৫৯

ফাইল ছবি

মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় সপ্তাহ শুরু করেছে দেশের পুঁজিবাজার। শতাধিক কোম্পানির দর বৃদ্ধির দিনে লেনদেন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৯৯ প্রতিষ্ঠানের ৮ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১১৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৫৩ লাখ টাকা।

আজ ঢাকা স্টক এক্সেচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৭ দশমিক ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। এছাড়াও শরীয়াহ সূচক ডিএসই এস বেড়েছে দশমিক ৭৭ পয়েন্ট। তবে অপর সূচক 'ডিএস ৩০' এদিন দশমিক ৩২ পয়েন্ট হারিয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৩টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ১০৬টির। বিপরীতে ৪০ প্রতিষ্ঠান আজ শেয়ারদর হারিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে রবিবার সবচেয়ে বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। একদিনে কোম্পানিটির ৯৫ লাখ ৯৮ হাজার ৪৫০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ১ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৪৬ কোম্পানির ৬ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৩৩টির। বাকি ৫২ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত ছিল।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর