প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৩, ১৯:৩৯
প্রধানমন্ত্রী শেথ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ বোধ করে। আর বিএনপির সময় মানুষ আতঙ্কে থাকে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ যখন উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে তখন একটি দল এগুলো বাধাগ্রস্ত করতে অগ্নিসন্ত্রাস করছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমার কাছে ক্ষমতা হলো জনগণের সেবা করা। দেশের মানুষ যেন সুখে থাকে আমরা সেটাই চাই। এজন্য নানা কাজ করছি।
২৮ অক্টোবর পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও ধ্বংস করাই বিএনপির চরিত্র। তারা কথায় কথায় আগুন দেয়। বাসে আগুন দেয়। তাদের আন্দোলন অগ্নিসন্ত্রাস। তাদের আন্দোলন মানুষ খুন করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করা। তাদের আন্দোলন বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে তাহলে কীভাবে বন্ধ করতে হবে তা আমাদের জানা আছে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: