[email protected] বৃহঃস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

পতনের দিনে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৩, ২০:০৮

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে লেনদেন। শেয়ার হাতবদলে অংশ নেওয়া ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর ছিল অপরিবর্তিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২ নভেম্বর) ডিএসইতে ৩১৩ প্রতিষ্ঠানের ৭ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩২৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৪৪৩ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে (বুধবার) লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ আজ এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ৭০ কোটি ৭৮ লাখ টাকা।

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫ দশমিক ৮১ পয়েন্ট হারিয়েছে। লেনদেন শেষে সূচকটি স্থির হয়েছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ এদিন ১ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ কমেছে দশমিক ২৩ পয়েন্ট।

বৃহস্পতিবার শেয়ার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৩টি বা ৫৫ দশমিক ২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৮৪টির। বিপরীতে মাত্র ৫৬ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। একদিনে প্রতিষ্ঠানটি ৪৫ কোটি ৮২ লাখ টাকা মূল্যর ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৫০৮টি শেয়ার হাতবদল হয়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা আজিজ পাইপস লিমিটেডের শেয়ারদর এদিন ৯ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের শেয়ারদর কমেছে ১৯৩ টাকা ৭০ পয়সা বা ২২ দশমিক ৮২ শতাংশ।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক সূচক ‘সিএএসপিআই’ আজ ২৬ দশমিক ৬২ পয়েন্ট হারিয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৫০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৪৯টির। বাকি ৭০ প্রতিষ্ঠানের শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল। দিন শেষে সিএসইতে লেনদেন দাঁড়িয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকায়।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর